হোম > পাঠকমেলা

সোনারগাঁয়ে আমার দেশ পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বী সোহেল

আমার দেশ পাঠকমেলা সোনারগাঁ শাখার বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে আমার দেশ পাঠকমেলা সোনারগাঁ শাখার সভাপতি বারদী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবির হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর-ই-ইয়াসিন নোবেল। প্রধান অতিথি অধ্যাপক বকুল তার বক্তব্যে বলেন, মানুষ নিশ্চিত মরণশীল। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল জারি থাকে। এই তিনটি আমলের অন্যতম হলো সাদাকা। আর দুনিয়ার বুকে অন্যতম সাদাকা হচ্ছে বৃক্ষরোপণ। আমাদের প্রিয় রাসুল (সা.) বলেছেন, ‘কেয়ামতের প্রলয়ংকরী ভয়াবহতার শুরু হয়ে গেলেও সে অবস্থায়ও যদি হাতে একটি গাছের চারা থাকে, তাহলে ওই গাছের চারাটি মাটিতে রোপণ করতে হবে।’ তাই আমাদের নিজেদের প্রয়োজনেই সবার একটি করে হলেও গাছের চারা রোপণ করা উচিত। আমার দেশ পাঠকমেলা সোনারগাঁ শাখার সদস্যরা এমন একটি মহৎ কাজের আয়োজন করায় আমার দেশ ও আমার দেশ পাঠকমেলা সোনারগাঁ শাখার সদস্যদের ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোবেল বলেন, আল্লাহ তায়ালা গাছকে আমাদের জন্য প্রাকৃতিক বন্ধু হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। গাছ আমাদের বাঁচার জন্য অক্সিজেন দেয়, গরমের অস্থিরতা দূর করার জন্য শীতল বাতাস দেয়, খাবারের জন্য ফল দেয়, আর ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি এবং রান্নাবান্নার জন্য কাঠ দেয়। অবহেলা করে কখনোই অযথা গাছ কাটা যাবে না। পরিবেশ ও প্রকৃতি রক্ষা করার জন্য আমাদেরই বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা সোহেল রহমান, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, আমার দেশ পাঠকমেলা সোনারগাঁ শাখার সহসভাপতি মাওলানা মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রাজীব, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী আতা রাব্বী জুয়েল, শিক্ষাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব ইকবাল, জিয়াউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সবাই একটি করে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।

সমাজের উন্নয়নে তোমাদের কাজ করতে হবে

ফররুখ উৎসব চলছে

জুলাইযোদ্ধাদের সংবর্ধনা কুমিল্লা পাঠকমেলার

তরুণরাই সমাজের আলোকবর্তিকা

ইসলামি বইমেলায় কেন্দ্রীয় সদস্যরা

মেরিটাইম ইউনিভার্সিটিতে পাঠচক্র

'মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লেষণ' গ্রন্থের মোড়ক উন্মোচন

রাংগুনিয়ায় পাঠচক্র অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা শাখা কমিটি

রাবিতে ‘আমার দেশ পাঠকমেলার’সেমিনার