আগের ম্যাচেই হ্যাটট্রিক করে ইন্টার মিয়ামিকে।মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে তুলেছিলেন লিওনেল মেসি। এবার প্লে-অফেও দেখালেন ঝলক। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে ন্যাশভিলেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মিয়ামি।
এই ম্যাচে আরেকটি রেকর্ড স্পর্শ করলেন মেসি। মেসি এখন এমএলএসে সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৯তম মিনিটেই সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলকে লিড এনে দেন মেসি। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ডি-বক্সের ডান কোণায় সুয়ারেজকে পাস দেন আর্জেন্টাইন তারকা। সেটি দখলে নিয়ে ক্রস নেন উরুগুয়ান স্ট্রাইকার। এগিয়ে গিয়ে ছয় গজ দূরত্ব থেকে হেডে জাল খুঁজে নেন মেসি।
এরপর দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মিয়ামি। মেসির পাস দখলে নিয়ে গোলমুখে ক্রস নেন ইয়ান ফ্লে। হেডে জালে জড়ান তাদেও আয়েন্দে। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার ক্রস তালুবন্দি করতে ব্যর্থ হন ন্যাশভিলের গোলরক্ষক। অরক্ষিত মেসি আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি।
এমএলএসের চলতি মৌসুমে সব মিলিয়ে ২৯ ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১। প্রথম পর্বে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। সে পুরস্কার আজ তুলে দেওয়া হয়েছে তার হাতে।