হোম > খেলা

হাই-লাইন ডিফেন্স প্রশ্নে চটেছেন বাটলার

স্পোর্টস রিপোর্টার

ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপে নাম লেখানো বাংলাদেশ নারী দল জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিশ্রুত অর্থ পুরস্কার পেয়েছে। আজ ক্রীড়া পরিষদের এই পুরস্কার বুঝে পাওয়ার পর হাই-লাইন ডিফেন্স নিয়ে প্রশ্ন করা হলে রীতিমতো চটে যান নারী দলের কোচ পিটার বাটলার।

কদিন আগে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে নিজেদের অর্ধে সেন্টার হাফের কাছে ডিফেন্স লাইন ধরে রাখেন এই ইংলিশ কোচ। তাতে প্রতিপক্ষের ফরোয়ার্ডরা ডিফেন্ডারকে সহজে পরাস্ত করে একের পর এক গোল উৎসবে মেতেছে। অতীতেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন কৌশল অবলম্বন করে সমালোচনার মুখে পড়েন বাটলার। তবে হাই-লাইন ডিফেন্সে কোনো ধরনের ভুল দেখছেন না এই কোচ।

তিনি বলেন, ‘আপনি পছন্দ করেন আর না করেন, এখানে হাই-লাইন ডিফেন্স থাকবেই। এটা পরিবর্তন করা যাবে না; তবে পরিবর্ধন করা যাবে। এশিয়ান কাপ বাছাই, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ, এশিয়ান কাপ, সাফে হাই-লাইন ডিফেন্সে খেলেই সফল হয়েছে দল।’

বাটলার আরো বলেন, ‘বিশেষ করে থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে খেললে গোল হজম করাটা স্বাভাবিক। আপনারা প্রায়ই ভুলে যান, আমরা প্রতিটি ম্যাচ খেলি বাইরে, দেশে নয়। ঢাকায় খেলতে না পারার কারণে প্রতিপক্ষের মাঠে অনেক কষ্ট করতে হয়। শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মাঝে বড় ব্যবধানে হারাটা বাস্তবতা। আমি বাস্তববাদী। জয় থেকে যতটা শেখা যায়, তার চেয়ে অনেক বেশি শেখা যায় হার থেকে। কারণ, জয় অনেক সময় দুর্বলতাকে ঢেকে দেয়। কিন্তু সত্যিটা হলো গোল তো সব দলই খায়। এটা ফুটবলেরই অংশ।’

ফুটবল দলের ক্যাম্প শুরু, হামজা আসছেন ৯ নভেম্বর

‘এই উইকেটে ব্যাটিং করা কঠিন’

জয়ে শুরু আফগানিস্তানের

ইতিহাস গড়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

২০৩৪ বিশ্বকাপে ১১৪৮ ফুট উচ্চতায় ‘স্কাই স্টেডিয়াম’

টানা হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

প্রত্যাবর্তনে তিন তারকার ‘শূন্য’

হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে আকবর আলী

১৩ টুর্নামেন্টেও শিরোপাহীন রোনালদো

বাংলাদেশ-আফগান ম্যাচ বাতিল, নতুন প্রতিপক্ষ নেপাল