মিয়ানমারের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকায় খেলতে চেয়েছিল আফগানিস্তান। কিন্তু ১৮ নভেম্বর ম্যাচটি ঢাকায় এসে খেলতে চায় না মিয়ানমার। এখন তাদের এই ম্যাচটি অন্য কোনো ভেন্যুতে হবে।
মিয়ানমার ঢাকায় না আসায় বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রীতি ম্যাচও বাতিল হয়ে গেল। কেননা, শুধু প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান ফুটবল দল।
১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। আফগানিস্তান ম্যাচ না হলেও নভেম্বরের ফিফা উইন্ডোতে ঠিকই একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ নভেম্বরই ঢাকা নতুন প্রতিপক্ষ হিসেবে নেপালকে নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন।