হোম > খেলা

আইসিসিতে ভারতের কূটচাল, বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলবে স্কটিশরা।

বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় ছিল বাংলাদেশ। শত চাপেও অবস্থান একইভাবেও ধরে রাখে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। বাংলাদেশকে কোনোভাবেই রাজি করাতে না পেরে আল্টিমেটাম দেয় আইসিসি। শেষমেশ আইসিসির আল্টিমেটামও দৃঢ়ভাবে প্রত্যাখান করে বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে তারা।

এই পরিবর্তনের ফলে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। তারা কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।

এর আগে, গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানায় বিসিবি। বিকল্প হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল। প্রথমদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সব ম্যাচ হবে- এমনটাই ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সেই আবেদনে আর সাড়া দেয়নি আইসিসি।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে থাকা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও শ্রীলঙ্কায় ভ্রমণে অপারগতা প্রকাশ করে। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও হয় আলোচনা। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির দেওয়া সেই প্রস্তাব গ্রহণ করেনি। সে কারণে শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনে পুরোপুরি অপারগতা জানায় আইসিসি। জানা গেছে, আয়ারল্যান্ড যাতে বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদল-বদল করতে সম্মত না হয়, সে জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের লোভনীয় আর্থিক প্রস্তাবনাও দেওয়া হয়। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মুলো ঝুলিয়ে আয়ারল্যান্ডকে বশীভূত করে রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায়নি বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল একাধিকবার জানিয়েছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত ১০ জানুয়ারি সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কলকাতার বদলে ভারতের অন্য কোনো ভেন্যুতে খেলা দিলেও বাংলাদেশ যাবে না। ভারতের অন্য ভেন্যু ভারতই। শুধু শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ যদি আয়োজন হয়, তাহলেই এবারের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

আইসিসির বোর্ড সভার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। সেখানে বাংলাদেশের পক্ষে সমর্থন জানায় তারা। পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার কথা আমলে নিয়ে ভেন্যু পরিবর্তনের আহ্বানও জানানো হয়। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের মাটিতে আয়োজনের আহ্বান ছিল তাদের। তবে পিসিবির সেই আহ্বানে সাড়া দেয়নি আইসিসি।

বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে পাকিস্তানের জোরালো সমর্থন

ভারতের পক্ষপাতিত্ব থেকেই আইসিসির এমন সিদ্ধান্ত : নাজাম শেঠী

বোর্ড পরিচালকের দুর্নীতির অভিযোগ তদন্তে বিসিবি

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

রাজনীতিকীকরণের আঞ্চলিক এজেন্ডা পূরণে ক্রিকেটকে অস্ত্র বানিয়েছে ভারত

টিভির পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

টি-টোয়েন্টিতে আবারও হারল কিউইরা

জয়ে রঙিন আলকারাজের শততম ম্যাচ

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোখলেসুর