হোম > খেলা

স্পিনে শক্তি বাড়িয়ে প্রাথমিক স্কোয়াড অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে উপমহাদেশে, যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আসরকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের কন্ডিশনকে মাথায় রেখে স্পিনে শক্তি বাড়িয়েছে অজিরা। ১৫ জনের প্রাথমিক স্কোয়াডে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে আছেন দুজন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও কুপার কনোলি। এছাড়া স্পিনিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্ট।

দলের সবচেয়ে বড় চমক হলো চোট কাটিয়ে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডের ফেরা। তিনজনই আছেন চোটে। চলতি অ্যাশেজে শুধু অ্যাডিলেড টেস্টে খেলেন কামিন্স। হ্যাজলউড চোটের কারণে খেলতেই পারলেন না। হ্যামস্ট্রিংয়ের চোটে ডেভিডের এবারের বিগ ব্যাশ মৌসুমও শেষ হয়ে গেছে আগেভাগে। কামিন্সের চূড়ান্ত দলে থাকা নিশ্চিত হওয়া যাবে চলতি মাসের শেষ দিকে আরেকবার স্ক্যান করালে। দলে জায়গা পাননি মিচেল ওয়েন ও বেন দারউইশ।

পেস বিভাগে আছেন কামিন্স, হ্যাজলউড, নাথান এলিস ও হাভিয়ের বার্টলেট। তাদের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। তবে কামিন্স বা হ্যাজলউডকে শেষ পর্যন্ত না পাওয়া গেলে বাঁহাতি পেসার দারউইশ সম্ভবত ডাক পেতে পারেন। আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রবার্তো কার্লোস

হাঁটুর চোটে দর্শক এমবাপ্পে

অধিনায়ক লিটনকে শামীমের ধন্যবাদ

নতুন বছরে ভক্তদের সুখবর নেইমারের

আফ্রিকার শ্রেষ্ঠত্বে শেষ ষোলোর লড়াই

ফের বাফুফের কোচ বিপ্লব

সাবিনাদের সাফ ফুটসাল মিশন

ঢাকাকে হারিয়ে সিলেটের জয়

নারী হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিশ্বকাপের বছর ২০২৬