হোম > খেলা

৬ গোলের রোমাঞ্চ জিতল আবাহনী

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে গতকাল শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল। দুদলের ম্যাচটি বেশ রোমাঞ্চ ছড়ায়। শেষ পর্যন্ত ৬ গোলের ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতল আবাহনী। তাদের হয়ে জোড়া গোল করেন সুলেমান দিয়াবাতে ও শেখ মোরসালিন। দুর্দান্ত জয়েই ফেডারেশন কাপে যাত্রা শুরু হলো আবাহনীর। গ্রুপের অপর ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করে।

খেলার প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আবাহনী। ৬ মিনিটে প্রথম গোল পায় তারা। জাফর ইকবালের পাস ধরে বক্সে ঢুকে পড়া দিয়াবাতেকে ফাউল করেন গোলকিপার সাজু আহমেদ। পেনাল্টির সুযোগ পায় আবাহনী। স্পট কিকে দলকে ১-০ গোলে এগিয়ে দেন দিয়াবাতে।

৩৩ মিনিটে স্কোরলাইন ২-০ করে কোচ মারুফুল হকের দল। এবার গোলদাতার নাম শেখ মোরসালিন। মাঝমাঠ থেকে দিয়াবাতের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে সামনে এগিয়ে ডান পায়ের শটে গোলে করেন এই ফরোয়ার্ড। ৩৯ মিনিটে আবার পেনাল্টি পায় আবাহনী। এবারও ফাউলের শিকার দিয়াবাতে। বক্সের মধ্যে মালির এই ফরোয়ার্ডকে জার্সি টেনে ফেলে দেন ফোফানা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দিয়াবাতে নিজেই স্পট কিকে গোল করেন।

একপেশে লড়াইয়ে দ্বিতীয়ার্ধে প্রাণ ফেরায় ফকিরেরপুল। ৫১ মিনিটে একটি গোল শোধ দেয় তারা। মোস্তফা আব্দুলের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন শান্ত। তবে ৬৩ মিনিটে স্কোর লাইন আবার বাড়িয়ে নেন মোরসালিন। সতীর্থের কাটব্যাক থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই তরুণ। ৭৯ মিনিটে সুযোগ মিস না করলে হ্যাটট্রিক পেতে পারতেন এই ফরোয়ার্ড। এর আগে ৬৯ মিনিটে ফকিরেরপুলের হয়ে দ্বিতীয় গোল করেন রিয়াদ।

জোড়া গোলে আরেকটি রেকর্ড মেসির, জিতল মিয়ামি

টেস্ট অধিনায়কের খোঁজে বিসিবি, পছন্দের শীর্ষে লিটন

বসুন্ধরা কিংস ও আল-সিব মুখোমুখি আজ

টিভির পর্দায় অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় ওয়ানডে

হাল্যান্ডের ফিটনেসের রহস্য তাহলে এই

রিজওয়ানের বিশ্বরেকর্ড এখন করণবীরের

অস্ট্রেলিয়ার স্কোয়াডে ব্যাপক পরিবর্তন

অবৈধ জুয়াবিরোধী অভিযানে বাস্কেটবল তারকা গ্রেপ্তার

ফিক্সিং নিয়ে আদালতে বিসিসিআই

চোট কাটিয়ে ফিরছেন ম্যাক্সওয়েল