রাওয়ালপিন্ডি টেস্ট
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে চারটি করে ছক্কা ও বাউন্ডারিতে ৬১ বলে এনে দিয়েছেন ৭১ রানের দুর্বার ইনিংস।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তির মালিক বনে গেছেন রাবাদা। মুথুসামির (৮৯*) সঙ্গে রাবাদার ৯৮ রানের জুটিতে প্রথম ইনিংসে ৪০৪ রানের পুঁজি পেয়েছে প্রোটিয়ারা। তাতে রাওয়ালপিন্ডি টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফ্রিকার দেশটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে বিপদেই পড়ে গিয়েছিল পাকিস্তান। ৬০ রান তুলতেই তারা খুইয়ে ফেলেছিল ৪ উইকেট। শেষ দিকে বাবর আজম (৪৯ ব্যাটিং) ও মোহাম্মদ রিওয়ানের (১৬ ব্যাটিং) ব্যাটে বিপদ খানিকটা সামাল দিয়েছে স্বাগতিকরা। পাকিস্তান এখন ২৩ রানে এগিয়ে।
রাবাদা দাপুটে ব্যাটিংয়ে ভেঙে দিয়েছেন ১১৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯০৬ সালের মার্চে কেপটাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ রানের হার-না-মানা এক ইনিংস খেলেছিলেন বার্ট ভোগলার। অবশেষে তাকে ছাড়িয়ে গেলেন রাবাদা।
৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেকে রেকর্ড গড়েছেন আসিফ আফ্রিদি। ইতিহাস গড়েও থামেননি পাকিস্তানের এই বয়স্ক ক্রিকেটার। অভিষেকেই বাঁহাতি এ স্পিনার শিকার করেছেন ৫ উইকেট। সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন আসিফ।
আসিফ ভেঙেছেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওটের ৯২ বছরের রেকর্ড। ইংল্যান্ডের সাবেক এ লেগ স্পিনার টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন ১৯৩৩ সালে। তখন তার বয়স ছিল ৩৭ বছর ৩৩২ দিন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মেরিওট পান ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার পকেটে যায় ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৩৩৩ ও ৯৪/৪ (বাবর ৪৯*, ১৬*; হার্মার ৩/২৬)।
দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংসে ৪০৪ (মুথুসামি ৮৯*, স্টাবস ৭৬, রাবাদা ৭১, জর্জি ৫৫; আসিফ ৬/৭৯ ও নোমান ২/৯২)।
* তৃতীয় দিন শেষে