হোম > খেলা

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

শিরোপা জয় অনুমিতই ছিল। অপেক্ষার প্রহর কেবল বাকি ছিল। সেটাও সেরে ফেলল বাংলাদেশ নারী ফুটসাল দল। প্রথমবার সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েই শিরোপা জয় করেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানা সরকাররা। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আজ থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচে আগে লিড নিয়েছিল মালদ্বীপ। ডিফেন্ডার মাসুরার পারভীনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দলটি। কিন্তু এরপর প্রতিপক্ষকে নিয়ে এক প্রকার ছেলে-খেলাই করেছেন সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়ারা।

সাবিনার পেনাল্টি গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১৩ মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি কিকে সরাসরি জালে বল জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ। তিন মিনিট পর দারুণ শটে দলের লিড দ্বিগুণ করেন কৃষ্ণা। পরের মিনিটে ডান প্রান্ত দিয়ে ট্যাপে সহজেই ব্যবধান ৪-১ করেন লিপি। খানিক পর ফের লিপির গোল। প্রথমার্ধে শেষ পর্যন্ত ৬-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও ৮ গোল দেয় বাংলাদেশ।

সাত দলের টুর্নামেন্টে পাঁচ জয় এবং এক ড্রয়ে ১৬ পয়েণ্ট নিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ। একমাত্র ভুটানের বিপক্ষেই ড্র ছিল সাবিনাদের। এর আগে ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-১ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে মালদ্বীপকে আরও বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেস্পি

জয়ের খোঁজে আর্সেনাল, পরীক্ষায় ম্যানইউ কোচ

এই বাংলাদেশ নুয়ে নয়, বুক চিতিয়ে বাঁচে

টিভির পর্দায় ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল-ম্যানইউ

কলম্বোতে জয়ে ফিরল ইংল্যান্ড

জোকোভিচের ৪০০তম জয়ের কীর্তি

টানা চার জয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা

সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন

নেপালের কাছে হারল বাংলাদেশ

শিরোপার দৌড়ে এগিয়ে রাজশাহী