হোম > খেলা

ফিফা র‌্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে আগের ১৮০তম অবস্থানেই রয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসেনি তাদের। তবে প্রতিবেশী দেশ ভারত এক ধাপ এগিয়ে এখন ১৪১তম অবস্থানে রয়েছে। অপরদিকে ফিফা র‌্যাংকিংয়ে রীতিমতো বিপ্লব ঘটাল আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল।

আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা। এ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখার ফল র‌্যাংকিংয়েও পড়েছে। তারা সাত ধাপ এগিয়েছে। ১৭০৬.৮৩ র‌্যাংকিংয়ে ১২তম অবস্থানে উঠে এসেছে সেনেগাল।

অন্যদিকে শিরোপা হাতছাড়া হওয়া মরক্কোও তিন ধাপ এগিয়েছে। এতে র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছে দলটি। র‌্যাংকিংয়ে এখন তাদের পেছনে জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো দল। ১৭৩৬.৫৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে মরক্কোর অবস্থান আট নম্বরে।

এর আগে ফিফা র‌্যাংকিংয়ে তাদের সেরা অবস্থান ছিল ১০। তাদের পাশাপাশি নাইজেরিয়া ১২ ধাপ এগিয়ে ২৬তম অবস্থান উঠে এসেছে। র‌্যাংকিংয়ে সেরা পাঁচে পরিবর্তন হয়নি। শীর্ষে স্পেন, দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড ও পাঁচে রয়েছে ব্রাজিল।

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান

স্বর্ণার নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে হারাল বাংলাদেশ

ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী-চট্টগ্রাম

বাংলাদেশের ‘বিশ্বকাপ ফয়সালা’ বুধবার!