জাপানে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠার পর জারি করা সব সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। সোমবার রাতের এই ভূমিকম্পের পর উত্তরাঞ্চলীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হলে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
সংবাদমাধ্যম এনএইচকে জানায়, আবহাওয়া বিভাগ আইওয়াতে প্রিফেকচারসহ হোকাইদো ও অমোরির কয়েকটি এলাকায় জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে। এর আগে গত জুলাইয়ে রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্পের পরও জাপানে অনুরূপ সতর্কতা জারি করা হয়েছিল।
স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে উপকূলের কাছে উৎপত্তি হওয়া এ ভূকম্পনে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। অমোরিতে প্রায় দুই হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল অমোরি উপকূল থেকে ৫৩ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার দুটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পের পর ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উচ্চতার ঢেউ আছড়ে পড়ে।
এসআর