জাপানের মহাকাশ সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জানিয়েছে, তারা সফলভাবে একটি দ্রুত উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তথ্যানুযায়ী, স্যাটেলাইট-৪ রোববার যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রকেট ল্যাবের ইলেক্ট্রন রকেটে বহন করে নিউজিল্যান্ডের কমপ্লেক্স-১ স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণ করা হয়।
এই স্যাটেলাইটটি জাপানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।
রকেট ল্যাবের প্রতিষ্ঠাতা ও সিইও পিটার বেক বলেন, “এই বিশেষ মিশনটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মহাকাশ সংস্থার জন্য নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা প্রদান করেছে। আমরা গর্বিত যে, জাপানের মহাকাশ অর্থনীতির উন্নয়নের জন্য প্রয়োজনীয় মহাকাশ প্রবেশাধিকারে আমরা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সিকে সহায়তা করতে পেরেছি।”
এর আগে, এ ধরনের প্রদর্শনী স্যাটেলাইট জাপানের ছোট এপসিলন রকেটে উৎক্ষেপণ করা হতো, যা ২০২৩ সালে ব্যর্থ হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসআর