
তিন উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন রিশাদ
বিগ ব্যাশের মাঠে ফের জাদু দেখালেন রিশাদ হোসেন। তারকা এ স্পিনার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে শিকার করেছেন আজ ৩ উইকেট। হোবার্ট হারিকেনসের জার্সিতে বাংলাদেশের এ বোলার ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ২৬ রান। তার স্পিন ভেলকির ম্যাচে হোবার্টও পেয়েছে দারুণ জয়। জিতেছে ৩৭ রানে।























