
বুকে ইট দিয়ে আঘাত করলে মরে যাবে শিবির নাছির: বড় সাজ্জাদ
আন্ডারওয়ার্ল্ডে পরিচিত সন্ত্রাসী চট্টগ্রামের সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরকে লক্ষ্য করে বড় সাজ্জাদকে বলতে শোনা যায়, নাছিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে বারি মারলে মরে যাবে।























