কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) জামায়াত নেতার ভাইকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ নামে আরো এক যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন এজিপি মাসুদুল হক ওরফে মাসুম (৫১) ও আরিফুল ইসলাম (৩৬) ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম। তিনি জানান, ওই দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে ।
সাইফুল ইসলাম আরো বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর টমছমব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। তার মোবাইল ফোনে একটা ছুরির সঙ্গে একটা বিদেশি পিস্তলের ছবি দেখা যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পিস্তলটি মাসুমের কাছে আছে । পরে তার দেওয়া তথ্যে এজিপিকে আইএম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসায় তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, ‘ছিনতাইকারীর তথ্য অনুযায়ী মাসুমের বাসা থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে সাজানো নাটক মনে হচ্ছে। মাসুম সক্রিয়ভাবে রাজনীতি করে না। সে আমাদের কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক মামুনের ছোট ভাই।’
এ বিষয়ে জানতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি ।
কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টা দেখেছি। মাসুম কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মামুনের ভাই । আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি । আগামী রোববার আমাদের কাছে চিঠি আসবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলা হয়েছে।