হোম > সারা দেশ > খুলনা

চাঁদাবাজদের হাতেও কাজ তুলে দিতে চাই— বললেন জামায়াত আমির

কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনি জনসভা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

চাঁদাবাজদের উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা তোমাদের হাতেও কাজ তুলে দেব। আমরা কোনো বেকার ভাতা দেব না। বেকার ভাতা দিয়ে আমরা বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না। তোমরা যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত আছ। সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা, এখন তো তোমরা অপমানজনক ভাবে এই সমাজে বসবাস করো। মানুষ তোমাদের ঘৃণা করে, মানুষ তোমাদের অভিশাপ দেয়।

সোমবার দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১দলীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দখলবাজ ও চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এই ভাইদের প্রতি আমরা বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারের অভাব-অনটনের কারণে আপনার এই কাজগুলো করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন, আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না।

জামায়াতের আমির বলেন, এখানে কুষ্টিয়া জেলায় ৬০টার মতো রাইস মিল (অটো রাইস মিল) আছে, চাল কল আছে। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ একটু লজ্জা পায়, তাই বেসরকারি খাজনা বললাম। এবং রেটও (চাঁদার) ভালো প্রতি ট্রাকে ৫ হাজার টাকা। এতে ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চালকল মালিকরাও অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমি আবশ্য স্ট্যান্ডের নাম নেই না, ওটা নিলে আবার মন খারাপ করে একদল মানুষ।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে বলি ওখান থেকে সরে আসুন। আমরা কথা দিচ্ছি, এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, আল্লাহ পরে ভরসা করে, যে বাংলাদেশের প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেবো ইনশাল্লাহ। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে, তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিতে পারে।

এরআগে সকাল ১০টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনি জনসভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া- ২ আসনে ১১ দলীয় প্রার্থী আব্দুল গফুর।

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি, এবি পার্টির জেলা কমিটির যগ্ম সম্পাদকসহ কুষ্টিয়ার চারটি আসনে জামায়াত প্রার্থীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দারের পরিচালনায় আমন্ত্রিত অতিথিসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ ৬০/৭০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে জামায়াত আমিরের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনি জনসভা শুরু

রাম আর বামেরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে: আমীর হামজা

বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আমির হামজার বিরু‌দ্ধে বিএন‌পি নেতার মামলা

খুলনার আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর জোড়া খুনে জড়িত ২ আসামি গ্রেপ্তার

দেশভাগে খুলনা ভারতভুক্ত হয়, ছিনিয়ে আনেন খান এ সবুর

যে কারণে প্যারোলে মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চুয়াডাঙ্গায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভার প্রস্তুতি সম্পন্ন

ছাত্রলীগ নেতার প্যারোল নিয়ে যে ব্যাখ্যা দিল যশোর জেলা প্রশাসন