বগুড়ার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের শিক্ষকরা ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু করেছেন। এতে দুই কলেজের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পদোন্নতি সংক্রান্ত সরকারি আদেশ (জিও) প্রকাশের দাবিতে ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে রোববার সকাল থেকে কর্মসূচি শুরু হয়। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং শাহ সুলতান কলেজে কর্মবিরতি চলছে।
দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকায় পেশাগত ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। তারা অবিলম্বে পদোন্নতির আদেশ প্রকাশের দাবি জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা বলেন, পদোন্নতি না হওয়ায় তারা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সামাজিক ও পারিবারিক ভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে এবং আন্দোলন আরো জোরালো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য শিক্ষকের সংখ্যা ৪৮ জন। শাহ সুলতান কলেজে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য শিক্ষকের সংখ্যা ২৫ জন।
গত ১২ নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ (জিও) যদি ১৩ নভেম্বরের মধ্যে প্রকাশ না হয় তবে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে আজিজুল হক কলেজে।
গত ১২ নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ (জিও) ১৩ নভেম্বরের মধ্যে প্রকাশ না পেলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই ঘোষণার বাস্তবায়নে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং শাহ সুলতান কলেজে কর্মবিরতি চলছে।
শিক্ষকরা জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দফায় দফায় যোগাযোগ করেও পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।