হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ‎স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা, ভাঙচুর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ নভেম্বর) রাতে সাঘাটা উপজেলার কচুয়া ও পদুমশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে নিশাদের নির্বাচনি লিফলেট বিতরণ শেষে কর্মী-সমর্থকরা কচুয়া ইউনিয়নের একটি বাজারে চা খাচ্ছিলেন। হঠাৎ করে একদল লোক তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ ঘটনায় কর্মী-সমর্থকদের সাতটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলায় অন্তত কয়েকজন নেতা-কর্মী আহত হন। স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে অ্যাম্বুলেন্সে করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রায় একই সময় সাঘাটার পদুম শহরে একটা বাসায় বসে নির্বাচনি মতবিনিময় করছিল নিশাদের কর্মী সমর্থকরা। সেখানে বাড়ির বাইরে রাখা পাঁচটি মোটরসাইকেল পুরোপুরি ভাঙচুর করা হয়। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক জেলা সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ বলেন, “বিএনপি প্রার্থী ফারুক আলমের কর্মী ও সমর্থক সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব তুলিপ তার কর্মী বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে আমার কর্মী সমর্থকের উপর হামলা করেছে। তারা ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং আমার সমর্থকদের আহত করেছে। এ ঘটনায় আমি আগামীকাল সাঘাটা থানায় এবং রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিব।”

এ ব্যাপারে জানতে বিএনপি প্রার্থী ফারুক আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা বিচারক তানজির হোসেন বলেন, “হামলার বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”

অগ্নিকাণ্ডে প্রিন্টিং প্রেসসহ গাইবান্ধার ৫টি প্রতিষ্ঠান ভস্মীভূত

গণআন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে: অ্যাডভোকেট আবু তাহের

ইটভাটার কারণে পাঁচ গ্রামে জনজীবন দুর্বিষহ

সাবেক চেয়ারম‍্যান ও আ.লীগ নেতা আটক

আ.লীগ নেতার কবর জিয়ারত করে প্রচারে জাপা প্রার্থী, তীব্র সমালোচনা

পাটগ্রাম সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩

প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি

জামায়াত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

লালমনিরহাটে প্রার্থীদের স্ত্রী-সন্তানরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে