হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে র‍্যাবের বিশেষ অভিযানে উদ্ধার ১১ এয়ারগান

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। সোমবার বলো সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র উদ্ধারসংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান পরিচালনা করে। চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালান।

তল্লাশিকালে ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া ১১টি এয়ারগান জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

অবৈধ অস্ত্র উদ্ধারে নেই তৎপরতা, আতঙ্কে মানুষ

‘সারওয়ারকে ১০ হাজার কোটি দিয়েও কেউ কিনতে পারবে না’

২২ জানুয়ারি তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু

নিখোঁজের ৩০ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, আটক দুই অপহরণকারী

সুনামগঞ্জে সাআইদৌলা এন্টারপ্রাইজে বাড়ছে শ্রমিক অসন্তোষ

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

সিলেট-১ আসনে মনোনয়ন বাতিলে ‘বৈষম্য’ হয়েছে

নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করে স্কুলে তালা শিক্ষার্থীর