হোম > সারা দেশ > সিলেট

অপহরণের ১০ দিনেও সন্ধান মেলেনি অষ্টম শ্রেণির ছাত্রীর

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ববানপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী সোহানা আক্তার (১৪) অপহরণের ১০ দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

পরিবারের অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের রবিউল ইসলাম (১৯) তার বাবা আব্দুল খালিক ও সহযোগীদের নিয়ে সোহানাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে রবিউলের পরিবার স্থানীয় মুরুব্বিদের কাছে ঘটনাটি স্বীকার করে এবং বিয়ের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেয়। তবে সোহানার পরিবার এতে রাজি না হয়ে গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অভিযোগ রয়েছে, মামলার পরও পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তারা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে ভিকটিম জীবিত না নিহত—সে নিয়েও পরিবারের মধ্যে শঙ্কা বিরাজ করছে।

অপহৃতার বড় ভাই মিলাদ মিয়া বলেন, আমরা দেশের বাইরে থাকি। বৃদ্ধ বাবা-মা আর ছোট বোন বাড়িতে থাকত। ২১ সেপ্টেম্বর সকালে প্রকাশ্যে অপহরণের পর মামলা করলেও পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা বোনের জীবনের নিরাপত্তা চাই।

অপহৃতার মা মনোয়ারা বেগম বলেন, আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর ৮ মাস। তাকে স্কুলে যাবার পথে অপহরণ করা হয়েছে। সে বেঁচে আছে না মারা গেছে কিছুই জানি না। প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিন।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার করা সম্ভব হবে।

ওসমানীনগরে প্রকাশ্যে এয়ারগান দিয়ে অতিথি পাখি হত্যার অভিযোগ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

অবৈধ অস্ত্র উদ্ধারে নেই তৎপরতা, আতঙ্কে মানুষ

‘সারওয়ারকে ১০ হাজার কোটি দিয়েও কেউ কিনতে পারবে না’

২২ জানুয়ারি তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু

নিখোঁজের ৩০ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, আটক দুই অপহরণকারী

সুনামগঞ্জে সাআইদৌলা এন্টারপ্রাইজে বাড়ছে শ্রমিক অসন্তোষ

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

সিলেট-১ আসনে মনোনয়ন বাতিলে ‘বৈষম্য’ হয়েছে