হোম > ফিচার > সাহিত্য সাময়িকী

নবীর জন্ম-ওফাত ও হিজরত নিয়ে ‘আল মাহী উল মুলক’

স্টাফ রিপোর্টার

রবিউল আউয়াল— এ মাসেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম, ওফাত ও হিজরতের ঘটনা সংঘটিত হয়েছে। ইসলামের ইতিহাসে তাই রবিউল আউয়াল মাস বহন করে বিশেষ তাৎপর্য।

সম্প্রতি প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘আল মাহী উল মুলক’। এটি নবীজির কোনো ধারাবাহিক জীবনীগ্রন্থ নয়; বরং তার জীবনের ভেতরে প্রবেশ করে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করার মানবীয় প্রয়াস। লেখক নবীর জীবনের শিক্ষা ও মূল্যবান মুক্তাগুলো পাঠকের সামনে তুলে ধরেছেন নতুন দৃষ্টিভঙ্গিতে।

এ বছরের সেপ্টেম্বর মাসে রবিউল আউয়াল মাসের একটি ভিন্নতর তাৎপর্য ছিল। কারণ, ৬২২ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় দীর্ঘ ১৩ বছরের দাওয়াতি সংগ্রামের পর প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে সঙ্গে নিয়ে মৃত্যুর সমন মাথায় করে মক্কা থেকে মদীনায় হিজরত করেন, তখনও সেটি ছিল রবিউল আউয়াল এবং একই সঙ্গে খ্রিস্টীয় সেপ্টেম্বর মাস। ২০২৫ সালে আবারো সূর্য-চন্দ্র ক্যালেন্ডার মিলিয়ে সেই একই সময়ে এই মাস আমাদের সামনে হাজির হয়েছিল।

নবীর হিজরত ও মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নিছক কোনো মানবীয় প্রচেষ্টা ছিল না; বরং এটি ছিল আল্লাহর নির্দেশিত নবুয়াতি মিশন। সমাজের কুফর, শির্ক ও তাগুতকে উৎখাত করে আল্লাহর একত্ববাদ ও হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামই ছিল এর অন্তরস্থ শক্তি। তাই তিনি “আল মাহী”—যিনি শির্ক ও কুফরকে উৎখাত করেন। আর তাঁর দেখানো পথেই তাঁর উম্মত দীক্ষিত হয়েছে একটি বৈশ্বিক রাজনৈতিক সংগ্রামে। এ কারণেই তাঁকে বলা হয় “আল মাহী উল মুলক”।

এ বইয়ের মূল আলোচ্য বিষয় হলো সেই মহান হিজরত, নবীর আল্লাহনির্দেশিত মিশন এবং শির্ক ও কুফরবিরোধী সংগ্রামের ব্যাখ্যা।

বইটির পাতায় পাতায় পাঠক খুঁজে পাওয়া যাবে, নবীর জীবনকে নতুনভাবে জানার অনুপ্রেরণা। লেখকের আকাঙ্ক্ষা— আল্লাহ যেন আমাদের প্রিয় নবীর জীবন গভীরভাবে জানার তৌফিক দান করেন, সিরাতের মাসে আমাদের জীবনকে নবীর জীবনের সাথে সম্পৃক্ত করেন এবং তার দরবারে এই সীমিত প্রচেষ্টা কবুল করেন।

বইটির শেষ অংশে লেখক আবেগভরা কণ্ঠে লিখেছেন— বুকের মাঝে নেই সাগরের গভীরতা, বুকে আছে নবীর প্রতি ভালোবাসা। বিচারের দিনে পাবো প্রিয় রাসুলের শাফায়াত, মনে আছে সেই প্রত্যাশা।

বইটি ইলান নূর থেকে প্রকাশিত হয়েছে, এবারের ইসলামী বই মেলায় পাওয়া যাচ্ছে।

তরুণ কবি আরফান হোসাইন রাফির নতুন কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

বাবুইর ৩০০ শব্দের গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ ৫ লেখক

১ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের দাবিতে ১১ নভেম্বর সমাবেশ ও পদযাত্রা

বইয়ের পাতায় পাতায় দেড় দশকের নিপীড়নের ইতিহাস

আবদুল করিমের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

জঙ্গি নাটক নিয়ে সাংবাদিক আবু সুফিয়ানের নতুন বই ‘ডার্ক ডকট্রিন’

ডাকসু নিয়ে গ্যাঞ্জাম করতে আসিনি, প্রশ্ন করতে এসেছি: মেঘমাল্লার বসু

আলেম-লেখকদের আগমনে প্রাণবন্ত পরিবেশ

নারীদের অংশগ্রহণে প্রাণবন্ত আন্তর্জাতিক ইসলামি বইমেলা

ডিসেম্বরে একুশে বইমেলা: ক্ষোভ ও শঙ্কায় প্রকাশকরা