হোম > ফিচার > তারুণ্য

পরিবেশের বন্ধু একটি ক্লাবের গল্প

সাইফুল ইসলাম অপু

ঢাকা কলেজে নতুন একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। নাম ‘ঢাকা কলেজ পরিবেশ বিজ্ঞান ক্লাব’। পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করতে, ব্যস্ততাময়, দূষণে নাকাল এ শহরের মানুষের জীবনমান উন্নত করতে ক্লাবের যাত্রা। দূষিত নগর থেকে মুক্তি পেতে মানুষের জীবনে প্রয়োজন সুস্থ পরিবেশ।

এ লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ পরিবেশবিজ্ঞান ক্লাব। ক্লাবের ২০২৪-২৫ সালের ২৯ সদস্যের কার্যনির্বাহী সংসদ ঘোষণা করা হয়েছে। সভাপতি মো. মঈনুল ইসলাম, সেশন ২০১৯-২০ ভূগোল ও পরিবেশবিজ্ঞান। তার কমিটি ঘোষণা করা হয়েছে এক বছরের জন্য। সাধারণ সম্পাদক হলেন আসাদুজ্জামান, তিনিও একই সেশনের। তাদের কমিটি ও ক্লাবে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের ছাত্ররা কাজ করে চলেছেন।

এ বছরের জানুয়ারি মাসে ক্লাবের সদস্যরা ক্লাবের কার্যক্রম গতিশীল করতে ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে প্রথম আলোচনা সভার আয়োজন করেন তারা। এভাবে প্রায়ই মিটিং করেন, আলোচনা হয় নানা বিষয়ে। যেখানে তারা মতামতের ভিত্তিতে ক্লাবকে এগিয়ে নিয়ে যান।

পরিবেশ নিয়ে তাদের চিন্তাভাবনা ও কাজগুলোয় থাকে কীভাবে পরিবেশের তাপমাত্রা কমানো যায়, কীভাবে ঢাকার বায়ুদূষণের পরিমাণ কমানো যায়Ñ এ বিষয়ে সভা, সেমিনার ও শোভাযাত্রার আয়োজন করেন নিয়মিত। আবার ক্লাবের সদস্য বাড়ানোর জন্য ঢাকা কলেজে অনার্স ও ইন্টারমিডিয়েটে নতুন ছাত্র ভর্তি হলে তারা ফরম বিলি করেন।

এভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। নিজেদের ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচিও নিয়মিত আয়োজন করেন তারা।

উদ্ভাবক ও উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান

ডাকসু ঘিরে বিদ্বেষ বিভাজন ও অপরায়নের রাজনীতি

চুয়েটে বিতর্ক উৎসব

দুই ব্যাচের মিলনমেলা

তিনি সবার সেরা

প্রাণটাই দিলেন জিহাদ

স্বপ্নবাজ শিক্ষক

কর্মবীর তরুণ সাগর

এক মানবিক অধ্যাপকের গল্প