হোম > খেলা

সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০ দলের আট ক্লাব নেই এবারের লিগে। সেই আট ক্লাবের ক্রিকেটারকে নিয়ে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। আজ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের শেষ দিনে সেই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছে বিসিবি। ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ নামের এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৭ জানুয়ারি।

আট দলের আট অধিনায়ককে নিয়ে আগামী ২৭ জানুয়ারি থেকে ঢাকার চার মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। এর আগে গতকাল আট অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন করেছে বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফায়জুর রহমান মিতু।

ট্রফি উন্মোচন শেষে আহসান ইকবাল চৌধুরী বলেন, লিগ হলে ভালো হতো। আমরা তাদের খেলার সুযোগ করে দিচ্ছি। আর্থিক ক্ষতি পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। যতটুকু সম্ভব, সেটা পুষিয়ে দেওয়া হচ্ছে। এতে খুশি ক্রিকেটাররাও। এ নিয়ে আসাদুজ্জামান প্রিন্স বলেন, আমরা ম্যাচ খেলতে চেয়েছি। সেটা হচ্ছে। আর্থিক ব্যাপারে হয়তো পুরোপুরি লাভজনক হতে পারছি না। তবে খেলা হচ্ছেÑএটা ভালো ব্যাপার।

জোকোভিচের ৪০০তম জয়ের কীর্তি

টানা চার জয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা

নেপালের কাছে হারল বাংলাদেশ

শিরোপার দৌড়ে এগিয়ে রাজশাহী

জাতীয় তায়কোয়ানডোতে আনসার ও বিকেএসপি চ্যাম্পিয়ন

পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক

বার্কোলার গোলে কষ্টার্জিত জয় পিএসজির

বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে পাকিস্তানের জোরালো সমর্থন

ভারতের পক্ষপাতিত্ব থেকেই আইসিসির এমন সিদ্ধান্ত : নাজাম শেঠী

আইসিসিতে ভারতের কূটচাল, বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড