আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর ফিরে বিরাট কোহলির প্রত্যাবর্তনটা হয়েছিল টানা দুই শূন্যতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই কোনো রান না করে ফেরত গেছেন কোহলি। সময়ের সেরা ক্রিকেটারদের তালিকায় কোহলির সঙ্গে উচ্চারিত হয় কেন উইলিয়ামসন ও বাবর আজমের নামও। কাকতালীয় হলেও বাকি দুজনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ফেরার ম্যাচে শূন্যতে আউট হয়ে কোহলির সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন যেন! তিন তারকার প্রত্যাবর্তনটা হলো শূন্যময়।
তিনজন ফিরেছেন তিন ফরম্যাটে। কোহলি ও উইলিয়ামসন ফিরেছেন ওয়ানডেতে, বাবর টি-টোয়েন্টিতে। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে পাকিস্তান টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ফের টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। তবে রাওয়ালপিন্ডিতে দুই বল খেলেই করবিন বশের বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তিনি। আর উইলিয়ামসন ২৬ অক্টোবর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আউট হন প্রথম বলেই। যেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ‘গোল্ডেন ডাক’।
কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পার্থে মিচেল স্টার্কের বলে আট বল খেলে শূন্য রানে আউট হন। যেটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম শূন্য। পরের ম্যাচে প্রথম বলেই আউট হয়ে ওয়ানডে ক্যারিয়ারে টানা দুই ম্যাচে শূন্যের বিব্রতকর রেকর্ড গড়েন। তৃতীয় ম্যাচেই অবশ্য খেলেন ম্যাচজয়ী অপরাজিত ৭৪ রানের ইনিংস। এ ইনিংস দিয়েই কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে যান কোহলি (১৪ হাজার ২৫৫)। সর্বোচ্চ রান শচিন টেন্ডুলকারের ১৮ হাজার ৪২৬।