হোম > খেলা

দুই দফায় হতে পারে পাকিস্তান সিরিজ

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরের আসর শুরু হবে খানিকটা দেরিতে। যার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। ফলে এই সময়ে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও পিসিবি প্রধান মহসিন নাকভি জানান, বাংলাদেশ সফর বাতিল হচ্ছে না।

পাকিস্তান সফর বাতিল হচ্ছে না সেটা স্বীকার করে নিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন দুই দফায় হতে পারে পাকিস্তান সিরিজ। চলতি বছরের মার্চ-এপ্রিলে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। যেহেতু নির্ধারিত সময়ে ফ্রাঞ্চাইজি লিগের ব্যস্ততা থাকবে সে কারণে সিরিজের সময় পূর্ণ নির্ধারণ করা হবে বলে জানায় দুই বোর্ড।

এ নিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘পিএসএলের কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।’ তবে কখন কোন সিরিজ আয়োজিত হবে সেটা নিশ্চিত করে জানাননি।

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান লড়াই

মেলবোর্নে রিশাদ ম্যাজিক

চেলসির পর সেমিফাইনালের টিকিট কাটল সিটিও

রানের পাহাড় গড়ছে কিউইরা

বিশ্বকাপের ট্রফি আসছে ১৪ জানুয়ারি

কোয়ার্টার ফাইনালে জুমার-অহিদুল এবং মাসুদ-রবিন জুটি

ব্যাটিং-বোলিংয়ে অ্যাডিলেডে ছড়ি ঘুরাচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতের লিগে দারুণ ছন্দে মোস্তাফিজ

পুরো আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন না মোস্তাফিজ

ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা পিএসজির