হোম > খেলা

বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে পাকিস্তানের জোরালো সমর্থন

টি- টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ভারতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আইসিসির বেঁধে দেওয়া আল্টিমেটাম প্রত্যাখান করায় বিশ্বকাপে খেলা হচ্ছে না। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভী। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে অবিচার ও আইসিসির কার্যকলাপকে দ্বিমুখী নীতি বলে আখ্যা দিয়েছেন তিনি।

লাহোরে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। আইসিসি’র দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে ডিক্টেট করতে পারে না।’

বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ থেকে তারাও সরে যাবেন কিনা, এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফেরার পর নেওয়া হবে বলে জানিয়েছেন নাকভি। সেই অনুযায়ী বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছেন তারা। নাকভি বলেন, ‘আগে সিদ্ধান্ত আসুক; আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই তৈরি আছে।’

টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। মূলত উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণে মোস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এরপর থেকে বাংলাদেশ দল পাঠানোর ব্যাপারেও শঙ্কায় পড়ে যায় বিসিবি। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তারা। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

জোকোভিচের ৪০০তম জয়ের কীর্তি

টানা চার জয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা

সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন

নেপালের কাছে হারল বাংলাদেশ

শিরোপার দৌড়ে এগিয়ে রাজশাহী

জাতীয় তায়কোয়ানডোতে আনসার ও বিকেএসপি চ্যাম্পিয়ন

পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক

বার্কোলার গোলে কষ্টার্জিত জয় পিএসজির

ভারতের পক্ষপাতিত্ব থেকেই আইসিসির এমন সিদ্ধান্ত : নাজাম শেঠী

আইসিসিতে ভারতের কূটচাল, বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড