হোম > খেলা

শীর্ষে উঠল ইন্টার, জিতল নাপোলি

স্পোর্টস ডেস্ক

ইতালিয়ান সিরি ‘এ’তে লড়াই হচ্ছে জমজমাট। টেবিলের শীর্ষস্থান নিয়ে লড়ছে দলগুলো। কেউই স্থান পোক্ত করতে পারছে না। সেরা দলগুলো আছে জয়ের ছন্দে। এবার একই রাতে জিতল ইন্টার মিলান ও নাপোলি। নাপোলি ২-০ গোলে হারিয়েছে ক্রেমোনেসকে। তারা লিগ টেবিলে এক ধাপ এগোতেই একই রাতে জয় তুলে ফের শীর্ষে বসেছে ইন্টার মিলান। লাউতারো মার্টিনেজরা আতালান্তাকে হারিয়েছেন ১-০ গোলে। এই জয়ে এসি মিলানকে পেছনে ফেলে আবারও টেবিলের শীর্ষে উঠল তারা।

নাপোলির জয়ে দুটি গোল করেন হয়লুন। ত্রয়োদশ মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল পেয়ে কাছ থেকে জালে পাঠান তিনি। ৪৫তম মিনিটে একইভাবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে নিচু শটে ব্যবধান বাড়ান ডেনিশ ফরোয়ার্ড। ইন্টারের জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টাইনের গোলই ব্যবধান গড়ে দেয়। জয়ের পথে ফিরেছে এসি মিলানও। দিনের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনাকে।

১৬ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। তার এক পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে নাপোলি। আর ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে জুভেন্টাস। ১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে রোমাও।

প্রথম বিভাগের বিকল্প লিগে থাকছে প্রিমিয়ারের ক্রিকেটাররাও!

মেলবোর্নের পিচ ‘অসন্তোষজনক’, জুটল ডিমেরিট পয়েন্ট

নারী ফুটবল লিগে জয়ে শুরু সেনাবাহিনীর

রিশাদের দুর্দান্ত বোলিং, জিতল হোবার্ট

১০ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক স্কোয়াশ

মোজাম্বিকের প্রথম জয়, শেষ ষোলোয় আলজেরিয়া

বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এসেছেন তাসকিন!

রংপুরের রঙিন শুরু

খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহবান তামিমের

দারুণ ছন্দের মোস্তাফিজ বিপিএলে নামবেন আজ