হোম > বিশ্ব

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকা-জাপানের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

চীন ও রাশিয়ার বিমান টহলের কদিনের মধ্যেই যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে জাপান ও আমেরিকা। মহড়ায় আমেরিকার দুটি বি-৫২ বোমারু বিমান ও জাপানের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান অংশ নেয়।

দুই মিত্র দেশের শক্তি প্রদর্শনের বার্তা হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে টোকিও। জাপানের জয়েন্ট চিফস অব স্টাফ জানান, গত বুধবার অনুষ্ঠিত ওই যৌথ মহড়াটি দেশের চারপাশের ক্রমশ জটিল ও কঠিন নিরাপত্তা পরিবেশের প্রেক্ষিতে পরিচালিত হয়েছে।

টোকিওর তথ্য অনুযায়ী, তাদের মহড়ার আগের দিন রাশিয়ার দুটি টিউ-৯৫ পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে চীনের দুটি এইচ-৬ বোমারুর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপানের চারপাশে ফ্লাইট পরিচালনা করে।

এছাড়া চীনের দুটি জে-১৫ যুদ্ধবিমান জাপানি জেটের ওপর রাডার লক করে। আন্তর্জাতিক আকাশসীমায় ওকিনাওয়ার কাছে এ ঘটনা ঘটে বলে দাবি করে টোকিও।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি গত মাসে চীন-তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেন। এরপর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে।

এ বিষয়ে প্রকাশ্যে বেইজিংয়ের সমালোচনা করেছে ওয়াশিংটন। আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানায়, চীনের এমন আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অনুকূল নয়।

এদিকে চীন বলছে, জাপানি যুদ্ধবিমানই আগে তাদের প্রশিক্ষণ অঞ্চলে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করে।

৩৬৬ মিলিয়ন ডলারে পৌঁছাল আফগান-রাশিয়া বাণিজ্য

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা

কারাবন্দি ইমরান খানের অবস্থা নিয়ে জাতিসংঘ বিশেষ দূতের উদ্বেগ

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান

ইউরোপে তীব্র খরার শঙ্কা

ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প

থাই-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি অব্যাহত, ২১ জনের মৃত্যু

চীন থেকে ইরানগামী পণ্যবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা

নোবেলজয়ী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করল ইরান