যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে কোনো ধারাবাহিকতা বা নীতিভিত্তিক কৌশল নেই। ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউজের সাবেক কমিউনিকেশন্স ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি বিবিসি নিউজনাইটকে একথা বলেছেন।
তিনি বলেন, ‘এটা মুহূর্তের সিদ্ধান্ত, কোন কৌশলগত চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয়।’ যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না, তা নিয়ে যখন বিশ্বের মানুষ উৎকণ্ঠায় তখন স্কারমুচি এমন মন্তব্য করলেন।
স্কারামুচির দাবি, ট্রাম্পের মধ্যে ‘নিজেকে কঠোর ও শক্ত নেতা দেখানোর যে নিরাপত্তাহীনতার অনুভূতি আছে’, সেটাকে কাজে লাগাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যেন ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায়।’
ইরানে সরকার পতনের চেষ্টা বা ‘রেজিম চেঞ্জ’ নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার প্রসঙ্গে স্কারামুচি বলেন, ‘গত দুই দশকে আমরা কিছুই শিখিনি। আমার কাছে এটা পরিষ্কার না যে, এই ধরনের পরিবর্তনের নেতৃত্ব মার্কিনিদেরই নেওয়া উচিত কিনা।’
এরআগে, ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে এক প্রতিবেদনে জানায় সিএনএন। ট্রাম্প বলেন, ‘আমি কাজ শুরুর মাত্র এক সেকেন্ড আগে সিদ্বান্ত নিতে পছন্দ করি। বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে।’
তার মতে, যুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত পরিবর্তান হয়। এটি মুহূর্তের মধ্যে চরম পরিস্থিতি থেকে অন্য আরেকটি চরম পরিস্থিতি তৈরি করতে পারে।
আরএ