যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পাম বিচের সমাজসেবী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।
ট্রাম্পের ছেলের মুখপাত্র অ্যান্ড্রু সুরাবিয়ান সোমবার রাতে হোয়াইট হাউসের হলিডে পার্টিতে ট্রাম্পের ঘোষণার পর এই তথ্য নিশ্চিত করেছেন।
ডোনাল্ড জুনিয়র তার ভাই এরিকের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন পরিচালনা করেন। তিনি তাঁর বাবার দ্বিতীয় কার্যকালে অ্যান্ডারসনের সঙ্গে একাধিকবার প্রকাশ্যে উপস্থিত হয়েছেন।
এই ঘোষণায় জুনিয়রের তৃতীয় বাগদত্ত্ব চিহ্নিত হলো। ২০০৫ থেকে ২০১৮ পর্যন্ত তিনি ভ্যানেসার সঙ্গে বিবাহিত ছিলেন। তাঁর দ্বিতীয় বাগদত্ত্ব কিমবারলি গুইলফয়েল ছিলেন একজন প্রভাবশালী রিপাবলিকান সমর্থক।
অ্যান্ডারসনের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কটি কখনো কখনো ট্যাবলয়েডের বিতর্কে জড়িয়েছে। গত ডিসেম্বরে দ্য ডেইলি মেইল প্রকাশ করেছিল, ডোনাল্ড জুনিয়র এবং অ্যান্ডারসন পাম বিচে হাত ধরে ঘুরছেন, তখন তিনি এখনও গুইলফয়েলের সঙ্গে বাগদত্ত্বে ছিলেন।
ঘটনাটির কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প গুইলফয়েলকে গ্রীসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।