
প্রিয় হাদি
হাদির কথা ধরে রাখুন— ওগুলো শুধু শব্দ নয়, ওগুলো প্রজন্মের যুদ্ধঘোষণা।

হাদির কথা ধরে রাখুন— ওগুলো শুধু শব্দ নয়, ওগুলো প্রজন্মের যুদ্ধঘোষণা।

ফিরবে না সে গলা— আবৃত্তি আর কবিতাতে বিদ্রোহী স্বর, বলা।

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হাদি দুটি কবিতা লিখে গেছেন।

আজকের শিল্প—রঙ, রেখা, গানের সুর, যা একদিন কেবল জাদুঘরের কাচে বাঁধা নিদর্শন হবে। আজকের বিজ্ঞান—অণু ভেদ করে, মহাশূন্য ছুঁয়ে, যা একদিন লেখা থাকবে হলুদ পাতার ফুটনোটে।