`আমার দেশ পাঠকমেলা, ঢাকা আলিয়া’ এবং ‘ইসলামী ছাত্র আন্দোলন, ঢাকা আলিয়া’র যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ঢাকা আলিয়ার উন্মুক্ত প্রাঙ্গণে ‘স্বাধীনতা বিজয়ের ৫৫ বছরে বাঙালি জাতি: অর্জন, অগ্রগতি ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এম সাব্বির আহমেদ বলেন, ’১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন হলেও এই দিন আমাদের দায়িত্ব ও কর্তব্যেরও দিন। আমরা যদি আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তবে আমাদের নিজ নিজ জায়গায় কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ’১৬ ডিসেম্বরের বিজয় আমাদের শেখায় ঐক্য, সাহস ও ত্যাগের মাধ্যমে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বিজয় অর্জন সম্ভব। তবে আমাদের এখনো অনেক কাজ করতে হবে। আমাদের দেশকে আরো উন্নত করতে হবে, দেশের মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে।’
তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবিও জানান। সাব্বির আহমেদ বলেন, ‘১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন করা হয়নি। আমরা দাবি করছি, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সব রহস্য উন্মোচন করা হোক।’
ঢাকা আলিয়ায় ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল গালিব বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল একটি মহান আন্দোলন। আমরা আমাদের দেশকে পাকিস্তানি শাসকদের জুলুম থেকে মুক্ত করেছি। এখন আমাদের দায়িত্ব দেশকে আরো উন্নত করা, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন করা।’
আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়ার সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি তানজিম বলেন, ‘বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক ভালো। তবে এখনো আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দেশকে আরো উন্নত করতে হলে আমাদের আরো পরিশ্রম করতে হবে।’
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহা. মাঈনুল ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল একটি ন্যায্য সংগ্রাম। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। এখন আমাদের দায়িত্ব দেশকে আরো উন্নত করা, দেশের মানুষের অধিকার রক্ষা করা।’
তিনি আরো বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের শেখায়, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তবে আমাদের কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের দেশকে আরো উন্নত করতে হলে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও আমাদের পাঠকমেলা ঢাকা আলিয়ার সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহমিদ লাজিম, সহকারী প্রচার সম্পাদক তানিম ফরাজী, অর্থ সম্পাদক মাহাবুব আলম, সমাজসেবা সম্পাদক আফনান সাবিক এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আবু বকর সিদ্দিক।
কার্যকরী সদস্য হিসেবে ছিলেন মোজাহিদুল ইসলাম, তাসনিম আলম, শোয়াইব হাসান, আবু তালেব, মো. মুসফিক, ইলিয়াস হোসাইন, আল মোজাহিদ হাসান নাঈম, ইমরান ফয়সাল ও মিরাজুল ইসলাম।