
আইপিএল নিলাম
ফিজের ভিত্তিমূল্য দুই কোটি রুপি, সাকিবের এক কোটি
আইপিএলের মিনি নিলামে নাম দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। এবারের নিলামে এটাই সর্বোচ্চ ভিত্তিমূল্য। নিলামে রয়েছে সাকিব আল হাসানের নামও। তারকা এ অলরাউন্ডারের ভিত্তি মূল্য এক কোটি রুপি।























